বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি

ফরিদপুরের নগরকান্দায় বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে হতদরিদ্র অসহায় এক মা আকুতি জানিয়েছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ছেলেকে। এখন ছেলের মৃত্যুর প্রহর গুনছেন মা।

বিরল রোগে আক্রান্ত ছেলেটি নগরকান্দা পৌরসভার ২ নং ওয়ার্ডের মান্নান শেখ ও আঙ্গুরী বেগম দম্পতির ছেলে জামিল হোসেন।

ছেলেটির মা আঙ্গুরী বেগম বলেন, জন্মের পর থেকেই চোখের ওপর অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করছিলাম। স্থানীয় চিকিৎসকদের কাছে গেলে তারা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

আমরা গরীব মানুষ আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা আর করাতে পারিনি। এখন ছেলের বয়স বাড়ার সাথে সাথে চোখের ওপরের অংশটি বড় হয়েই চলেছে।

তিনি আরো বলেন, আমার চাচাতো ভাইয়ের এই রোগটি হয়েছিল সে ২০ বছর বয়সে মারা যায়। আমি মা হয়ে ছেলের চিকিৎসা করাতে পারছিনা; এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? ওর বাবা কয়েক বছর হলো দ্বিতীয় বিয়ে করে এখন আমাদের খোঁজখবর নেন না।

ছেলেকে বাঁচাতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন করছি। যাতে আমার ছেলেকে উন্নত চিকিৎসা করে বাঁচাতে পারি।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটিকে সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করুন ছেলেটির মা আঙ্গুরী বেগম, মোবাইল ০১৭২৭৪৬২৮৬১।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর