পাংশা পুলিশের অভিযানে এক অস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামে রাতের আধারে ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামের বাড়ীতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র ও গুলিসহ অভিযুক্ত আসামি সনাতন মন্ডল ওরফে আশিষ কুমার মন্ডলকে (৩২) গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩ আগষ্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করাসহ অবৈধ অস্ত্র গুলি উদ্ধারের লক্ষ্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে ৩ আগষ্ট ভোরে

গোপন সংবাদের ভিত্তিতে এস আই নবীন বিশ্বাস, এস আই মোঃ মিজানুর রহমান, এ এস আই মোঃ কামাল হোসেন, এ এস আই মোঃ জহিরুল হক সঙ্গীয় পুলিশদল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রাম থেকে সনাতন মন্ডল ওরফে আশিষ কুমার মন্ডলকে (৩২) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশিক কুমার মন্ডল নাওরা বনগ্রামের নিরাপদ মন্ডলের ছেলে। আশিক কুমার মন্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন অভিযান চালিয়ে নাওড়া বনগ্রামের হারান মন্ডলের পুকুরের দক্ষিণ পাশে পুকুরের কিনারে মাটির নিচে পোতা অবস্থায় ২টি দেশিয় লোহার তৈরি ওয়ান শুটারগান, ৫ টি তাজা কার্তুজ ও একটি ফায়ারকৃত কার্তুজ উদ্ধার করা হয়।

আশিক কুমার মন্ডল দির্ঘদিন ধরে ওই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিলো।

এ ঘটনায় পাংশা মডেল থানায় তার বিরুদ্ধে ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২।

আশিক মন্ডল গ্রেফতার হওয়ায় ওই এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে বনগ্রামের একাধিক ব্যাক্তি জানিয়েছেন। সেই সাথে পাংশা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর