মাদকাসক্ত প্রকৌশলীকে মাদক নিরাময় কেন্দ্রে দিলেন স্ত্রী

ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রকৌশলী জাকির হোসেনকে রংপুর মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রকৌশলী জাকির হোসেন দীর্ঘদিন ধরে ফেন্সিডিল আসক্ত হয়ে এলাকায় বেপরোয়া জীবনযাপন করে আসছিল।

সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে ফেনসিডিলের সংকট দেখা দেওয়ায় তার অশালীন ও অশোভনে অতিষ্ঠ হয়ে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সহকর্মীরা তাকে রংপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে ভর্তি করিয়ে দেয়। ফলে জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পরে।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিমল কুমার জানিয়েছেন, মাদক সেবনের জন্য তার স্ত্রী প্রশাসনের সহায়তায় তাকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছেন। তিনি ছুটি নিয়েছেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, এটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলতে পারবেন।

এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, এলজিইডি হতে প্রেষণে নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদে যোগদানের পর হতে মাদক সেবনসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই ভুক্তভোগীদের।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর