সিরাজদিখানে এসডিজি কর্মশালা অনুষ্ঠিত

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত “আমার গ্রাম আমার শহর” আদর্শকে ধারণ করে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার উপজেলা পরিষদ সম্মেল্লন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ সালের লক্ষ্যমাত্র অর্জনের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয়সহ বিভিন্ন শ্রেণী পেশার ১৪টি গ্রুপে ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ১৭টি অভীষ্টের মধ্যে ৩৯টি অগ্রাধিকার লক্ষ্যমাত্রা যা ১টি অতিরিক্ত সূচক সংশ্লিষ্ট জেলা/ উপজেলা যে বিষয়ে তুলনামূলক পিছিয়ে আছে সেখান থেকে নিজস্ব বিবেচনায় গ্রহণ করার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এছাড়া অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, থানা পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর