মাস্ক না পরলে জরিমানা, ক্ষমতা দেয়া হবে পুলিশকে

করোনাভাইরাস মহামারিতে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে পুলিশ তাদেরকে জরিমানা করতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সবাইকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। যাতে করে কেউ মাস্ক না পরলে তাকে জরিমানা করতে পারে। এ জন্য অধ্যাদেশ লাগবে। আলোচনা হয়েছে, আমরা সেদিকেও যাবো।

করোনার সংক্রমণের মধ্যে দেশে গণটিকা কার্যক্রম চালু হয়েছে। দেশের আশি ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য স্বাস্থ্য অধিদপ্তর। টিকা দেওয়ার পরও সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরিধান প্রয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশে চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১ আগস্ট থেকে করোনার টিকা ছাড়া কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বাইরে বের হলে শাস্তি পেতে হবে বলে জানানো হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর