ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

জামালপুরের ইসলামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজী করার সময় এলাকাবাসি আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার(২ আগস্ট) সন্ধ্যার দিকে নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তা পাড়া এলাকা এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইসলামপুর থানায় ওই কথিত ভুয়া ডিবি পুলিশ পরিচয় দুইজনের নামে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে।

তারা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়া বাড়ী গ্রামের আলহাজ্ব আবুল হোসেনের পুত্র হেলাল উদ্দিন খান(৪৪) ও ওই ইউনিয়নের পাঁচ পয়লা,পশ্চিমপাড়া ঘোনাপাড়া গ্রামের মৃত আবু তাহের মন্ডলের পুত্র আঃ হাকিম(৪৮) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তা পাড়া ঋষিবাড়ীতে মৃত মধু রবি দাসের স্ত্রী বুদিয়া রানীর নিকট বিগত দিনের ন্যায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবী করে।

সোমবার (২আগস্ট) বিকালে আবারো তারা ওই মহিলার নিকট ৫হাজার টাকা চাঁদা দাবী করে। এ সময় তাদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে গতিবিধি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

আটককৃত দুইজনের নিকট দৈনিক নবতান পত্রিকার কার্ড উদ্ধার করেছে পুলিশ। ঈদের কিছুদিন আগে তারা কার্ড কিনে সাংবাদিকতা পেশায় নেমে ওই এলাকায় একাধিক বার ডিবি পরিচয়ে চাাঁদাবাজী করেছে বলেও জানা যায়।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান- ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করায় স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের হয়েছে।

ইয়ামিন মিয়া/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর