২০২৩ সালে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু সফরটি স্থগিত হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ আসছে না ইংলিশরা। স্থগিত হওয়া এই সিরিজটি ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত হবে। যার মানে প্রায় ১৮ মাস পিছিয়েছে এই সিরিজ।

মঙ্গলবার (৩ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

তারা জানিয়েছে, ম্যাচগুলো মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর