সুদানে নদীতে ভেসে এসেছে হাত-পা বাঁধা গুলিবিদ্ধ ৩০ মরদেহ

সুদানের টেকিজ নামে পরিচিত সেতিত নদীতে ভেসে এসেছে হাত-পা বাঁধা অন্তত ৩০টি মরদেহ। নদীটি ইথিওপিয়ার টিগ্রে বাহিনী ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সীমানা হিসেবে কাজ করে।

ভেসে আসা মৃতদেহ গুলো ইথিওপিয়ার নাগরিকদের বলে জানিয়েছেন সুদানে আশ্রয় নেয়া শরণার্থীরা।

ইথিওপিয়া থেকে পালিয়ে আসা এক শরণার্থী রয়টার্সকে জানান, ৬ দিনে তিনি ভেসে আসা অন্তত ১০টি মৃতদেহ কবর দিয়েছেন। সোমবার ভেসে এসেছে আরও ৭টি মৃতদেহ। হাত পা বাঁধা অবস্থায় সবগুলো মৃতদেহেই গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে ইথিওপিয়ার সরকার এখনো কোন মন্তব্য করেনি। তবে, ভেসে আসা এসব মৃতদেহের ভুয়া ছবির মাধ্যমে টিগ্রের বিদ্রোহীরা অপপ্রচার চালাচ্ছে বলে সোমবার সরকারি নিয়ন্ত্রণাধীন এক টুইট বার্তায় জানানো হয়। ৮ মাস আগে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয় টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের। সাম্প্রতিক সময়ে দু’টি বাহিনীর সহিংসতা আরও জোরালো রূপ নিয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর