বরিশাল বিভাগে করোনায় ৩১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮ জন।

সোমবার (২ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনা ইউনিটে মারা গেছেন পাঁচজন। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।

করোনায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ভোলায় ছয়জন, বরিশালে চারজন, পটুয়াখালীর দুইজন ও পিরোজপুরের একজন রয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৭ জনে।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৯৮ জন। এ বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৬২৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর