হাট বাজারে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নোয়াখালির সড়কে ও হাট বাজরে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মৌখিকভাবে স্থানীয় লোকজনের অভিযোগ পেয়ে বেগমগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রোববার (১ আগস্ট) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে এসআই তৌহিদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এসআই তৌহিদুল বেগমগঞ্জ থানার বিভিন্ন জায়গায় থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছেন । এছাড়া তিনি বিভিন্ন হাট-বাচার থেকেও চাঁদা আদায় করে আসছিল। রোববার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে যানবাহনে চাঁদাবাজি নিয়ে স্থানীয়দের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়।

পরে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, সড়কে চাঁদাবাজির অভিযোগ উঠায় তাৎক্ষণিক অভিযুক্ত এসআই তৌহিদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর