হংকং মিউজিয়ামে ঠাঁই পেলো পাকিস্তানি ‘হতাশ’ সমর্থকের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল একটি ছবি হচ্ছে ‘কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা’ শারিমের। তাকে অনেকেই নামে চিনবেন না। তিনি পাকিস্তানের বাসিন্দা। ইন্টারনেটে এই ছবির ব্যবহার ব্যাপক হারে হয়েছে।
নেটইজেনদের মধ্যে আলোচিত তার সেই ছবি।

যে কোনো হাতাশা মূলক পোষ্টে তার ছবি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

এবার সেই শারিমের ছবি স্থান করে নিয়েছে পেলেন হংকংয়ের মিম মিউজিয়ামে। বিশ্বের মজাদার ও ভাইরাল মিম সেখানে স্থান পায় হংকংয়ের এই মিম মিউজিয়ামে।

এদিকে, শারিমের ছবি মিম জাদুঘরে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে প্যাভিলিয়নে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন শারিম।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর