৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১ আগস্ট) দুপুরে ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd-তে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এজন্য PSC লিখে স্পেস দিয়ে 41 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস পরীক্ষার ফল জানা যাবে।

করোনা পরিস্থিতির কারণে কয়েক দফায় পিছিয়ে চলতি বছরের ১৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭জন।

আগামী নভেম্বরে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রণ (ক্যাডার) নূর আহমদ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর