ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, হতাশ জেলেরা

সাগরে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। কিন্তু ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম বরিশালে। তাই জেলেরা ফিরছে প্রায় খালি হাতে। নদীতেও মিলছে না কাঙ্খিত ইলিশ। গেল বছরও এসময় ভরপুর ছিলো তাদের জাল। কিন্তু এ বছর একেবারেই আকাল।

প্রতি বছর এই সময়টাতে বরিশালের মোকামে ব্যস্ত সময় পার করতো শ্রমিকরা। সেখানে এখন অনেকটাই খাঁ খাঁ করছে। কাজ না পেয়ে অনেকটাই হতাশ শ্রমিক ও জেলেরা। আর মাছ না থাকায় দামও চড়েছে বেশ।

জেলেরা জানান, একে তো করোনায় আর্থিক সংকট তৈরি করেছে, তার ওপরে ভরা মৌসুমেও ইলিশের দেখা না পেয়ে হতাশ তারা।

এদিকে, মৎস্য কর্মকর্তাদের দাবি গত কয়েক বছর ধরেই জুন-জুলাইতে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই অপেক্ষা করতে হবে অন্তত আগস্ট পর্যন্ত।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ‘আমরা জেনে এসেছি যে জুন-জুলাইয়েও মৌসুম শুরু হয়। ভিন্ন কারণে এ আকাল যাচ্ছে।’

গত বছর বরিশাল জেলায় প্রায় ৪০ হাজার মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছিলো। সেখানে এ বছর ৪২ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর