সুনামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে আহত ২

দক্ষিণ সুনামগঞ্জে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভারসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) বিকালে ৪ টায় উপজেলার ডাবর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, অটোরিকশা চালক দুলাল আহমেদ (৩৮)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামের আছির উদ্দিন তালুকদারের ছেলে। অপরজন হলেন অটোরিকশার যাত্রী জাবেদ মিয়া (২৩)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামের রাখিবুর রহমানের ছেলে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি দিরাই’র রাস্তা থেকে তিনজন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে যাওয়ার পথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে হেলাল মিয়ার দোকানের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়।

এসময় অটোরিকশা চালকসহ একজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালেহ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর