ইসলামপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে শহীদ মেজর খালেদ মোশারফ বীর উত্তম সেতুর নিচ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে এলাকাবাসীর আয়োজনে ব্রহ্মপুত্র সেতুর নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন থেকে স্থানীয় একটি বালু সিন্ডিকেটরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। বালু উত্তোলনের ফলে নদীপাড়,ফসলি জমি বসত ভিটাসহ শহীদ মেজর খালেদ মোশারফ বীর উত্তম সেতু হুমকির মুখে। তাই স্থানীয়রা অবৈধ বালু জব্দসহ দ্রæত বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান আলাল খন্দকার, দুলাল খন্দাকর, সামছুল সেখ, হাবিল শেখ, দুলা শেখ, ময়নাল সেখ, প্রবীর কর্মকারসহ আরও আনেকেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ জানান,মানববন্ধের বিষয়টি আমি জেনেছি অতিশীঘ্রই বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নেওয়া হবে’।

ইয়ামিন মিয়া/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর