মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

রাশেদুল হক, শেরপুর(বগুড়া) প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। ছেলে মেয়েদের এইসএসসি পাশ না করা পর্যন্ত তাদের হাতে স্মার্টফোন না দেয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানাচ্ছি। যেসকল কাজ করলে এসব নির্মুল করা যাবে আমরা ওই কাজই করব।

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের যুব সমাজের উদ্যেগে ২৮ জুন শুক্রবার রাতে শুভগাছা বাজার এলাকায় মাদক সন্ত্রাস ইফটিজিংও বাল্যবিবাহ বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর উপরোক্ত কথাগুলো বলেন।

খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার, শেরপুর থানার এসআই আব্দুল গফুর, সাহেব গণি, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, আবু বকর সিদ্দিক, শফিকুল ইসলাম বাবলু, বাধন কর্মকার, খামারকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুবলীগ নেতা, তারেক, লাবলু, লিটন রাসেল প্রমূখ।

আলোচনা সভা শেষে দ্বিতীয় হানিফ সংকেত খ্যাত শাহাবূল করিমের স ালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রংপুরের বাউল শিল্পী আশরাফ ভান্ডারী, শেরপুর থানার এসআই আব্দুল গফুর, সাহেব গণিসহ শেরপুর খ্যাতিমান শিল্পীরা সঙগীত পরিবেশন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর