ইবিতে ১৩৭ কোটি টাকার বাজেট বরাদ্দ

মোস্তাফিজ রাকিব,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০২০ অর্থবছরে ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা- উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান-এর নিকট বাজেট বই হস্তান্তর করেছেন।

জানা যায়,২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইবিতে ১৩৮ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়।অপরদিকে ২০১৯-২০২০ অর্থবছরে কমিশন ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।ফলে বাজেটের আকার গতবছরের তুলনায় কমেছে প্রায় ৯৯ লক্ষ টাকা।

উল্লেখ্য যে, ১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত ২৩টি অর্থবছরে ইবিতে বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর