করোনায় ঢাকায় ৬৫ ও চট্টগ্রামে ৫৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৫ জন ও চট্টগ্রাম বিভাগে ৫৩ জন মারা গেছেন। দেশে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৬৭ জনে।

গত ২৪ ঘণ্টায় অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৩৬ জন, সিলেটে ১৭ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে ১১ জন, রংপুরে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর