রোববার থেকে খুলছে শিল্প-কারখানা

আগামী রোববার (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী সব শিল্প-কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প-কলকারখানা সরকার ঘোষিত বিধিনিষিধের আওতার বাইরে রাখা হলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান ১৪ দিনের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শেষ হবে আগামী ৫ আগস্ট মধ্যরাতে। তবে আগামী ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কারখানা বিধিনিষিধের বাইরে থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ঢাকা চেম্বার ও এফবিসিসিআইয়ের নেতারা।

সেখানে তারা চলমান বিধিনিষিধের মধ্যেই শিল্প-কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর