আশুগঞ্জে ৩৪কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী

ঢাকা-সিলেট মহামড়কের আশুগঞ্জে র‌্যাবে অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ী আটক। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২ টার সময় উপজেলার সোহাগপুরে মহাসড়ক থেকে ৩৪ কেজি গাঁজাসহ তাকে আটক করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, নরসিংদীর সদর থানার মৃত আলী হোসেনের ছেলে ফরিদ মিয়া (৩৮)। এসময় মাদক আসামির কাছ থেকে ৩৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১ টি পিকআপ, মাদক বিক্রয়ের নগদ ১ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর