কেরানীগঞ্জে বিধি নিষেধ অমান্যে ৩৪ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুই সপ্তাহের বিধি নিষেধ নিশ্চিতে সপ্তম দিনের মতো চলছে কঠোর লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন।বিধিনিষেধ অমান্য কারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও জরিমানা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এময় শুভাঢ্যা পূর্ব পাড়া সাবান ফ্যাক্টরি রোড এলাকায় সরকারী নির্দেশনা অমান্য করে বি, এএস স্টিল নামে একটি প্রতিষ্ঠান চালু রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানের ম্যানেজারকে কারাদণ্ড প্রদান করেন।

এদিকে স্বাস্থ্যবিধি না মানা, দোকান খোলা রাখা ও অহেতুক ঘোরাঘুরির দায়ে ৭ম দিনে ভ্রাম্যমাণ আদালত সর্বমোট ৫২টি মামলায় ৩৪ হাজার ৬’শ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন বলেন, লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নের জন্য আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যারা অকারণে চলাফেরা করছেন তাদের জরিমানা করছি। আর যারা যুক্তিসঙ্গত কারণ দেখাচ্ছেন- তাদের ছেড়ে দেয়া হচ্ছে।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর