পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ

রাশেদুল হক শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের পাঁচদেউলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অতিরিক্ত ফি নেয়ার প্রধান শিক্ষক সাইদুজ্জামান মজনু’র বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার অভিভাবকরা। এ ঘটনায় অভিযোগকারীদের নানা হুমকী ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষায় ৯মশ্রেণীসহ বিভিন্ন শ্রেনীর পরীক্ষার ফি’তে মনগড়াভাবে বিদ্যালয় রশিদের মাধ্যমে পরীক্ষা ফি-৩৫০টাকা, সেশন ২’শ টাকা, জুন মাসের বেতন ৩০টাকা ধরে অতিরিক্ত ফি গ্রহন করছে প্রধান শিক্ষক। তাছাড়া ২ বছর যাবত লেখাধুলার নামে ছাত্র/ছাত্রীর নিকট থেকে টাকা নিলেও কোন খেলাধুলার ব্যবস্থা করে নাই। এ ঘটনায় এলাকার অভিভাবকরা প্রধান শিক্ষককে কারণ জানতে চাইলে এটা তার ব্যাপার বলে মন্তব্য করেন ওই প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকার অভিভাবক ফিরোজ হোসেন বকুল, রুপচাদ, সুকুমারসহ কয়েকজন এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সাইদুজ্জামান মজনু বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তমোতাবেক নিয়মমাফিক পরীক্ষা ফি নেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর