আলফাডাঙ্গায় যুবকের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য বিরোধের জেরে মো.রবিউল ফকির (৩৮) নামে এক যুবকের পা ভেঙে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষ।

এঘটনায় বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে ওই যুবকের বাবা জয়েনউদ্দিন ফকির বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে বুধবার (২৮ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইকরাম মিয়া ও জয়েনউদ্দিন ফকিরের মধ্যে বিরোধ চলে আসছিলো। এসব ঘটনায় উভয়পক্ষ থানায় মামলাও করেন। এ কারণে রবিউল ফকিরসহ অনেকে দীর্ঘদিন এলাকার বাহিরে ছিল। বুধবার বিকালে রবিউল তার নিজ বাড়িতে আসে।

খবর পেয়ে ইকরাম মিয়া গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রবিউল ফকিরের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আহত করে ও তার বাম পা ভেঙে দেয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এবিষয়ে প্রতিপক্ষ ইকরাম মিয়া জানান, ‘গতবছর জয়েনউদ্দিন ফকিরের লোকজন আমাকে ও আমার ছেলেকে মারাত্মকভাবে আহত করে। আমি এখনও অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছি। তাই রবিউল বাড়িতে আসলে আমার ছেলেরা প্রতিশোধ নিতে তাকে পিটিয়েছে।’

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিয়ন জানান, ‘রবিউলের পা ভেঙে গেছে। বর্তমান সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ হতে সময় লাগবে।’

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘ লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর