রাতেই আসছে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা

চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমাবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১০টা, দিবাগত রাত সোয়া ১টা ও রাত ৩ টায় ফ্লাইট তিনটির পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ১২ মে বাংলাদেশকে উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ টিকা পাঠায় চীন সরকার। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি টিকা সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।

পরে কয়েক ধাপে চীন থেকে উপহার ও কেনা টিকা দেশে আসে। দেশের সবাইকে টিকার আওতায় আনতে সরকার যে কর্মসূচি শুরু করেছে তাতে একটি বড় অংশকে এসব টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর