করোনায় বড় বোনের মৃত্যুর ২ ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত হয়ে বড় বোন বেনু ভট্টাচার্য্য’র (৬২) মৃত্যুর ২ ঘন্টা পর ছোট ভাই শীলা ভট্টাচার্য্য’র (৭০) মৃত্যু হয়েছে। তাদের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

বুধবার(২৮ জুলাই) রাত দেড়টার দিকে মারা যান শীলা ভট্টাচার্য্য। তার ২ ঘণ্টা পরই মারা যান শীলার ছোট ভাই বেনু ভট্টাচার্য্য।

পরিবারিক সূত্রে জানা যায়, বেনু ভট্টাচার্য্য করোনায় আক্রান্ত হয়ে ৮ দিন আইসিইউতে থেকে চিকিৎসা নিয়ে গত বুধবার সন্ধ্যায় বাসায় ফিরেছিলেন। আর শীলা ভট্টাচার্য্য করোনায় উপসর্গ নিযে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার(২৯ জুলাই) সকালে উপজেলা সৎকার কমিটি স্বাস্থ্যবিধি মেনে শহরের পৌর শশ্মান ঘাটে তাদের অন্তেষ্ঠিক্রিয়া সম্পূর্ণ করে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর