জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে ‘সর্বজয়ী’ বাংলাদেশ দল

দীর্ঘ ১ মাসের লম্বা সফর শেষে দেশে ফিরেছে জিম্বাবুয়েতে ‘সর্বজয়ী’ টাইগাররা। প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তারা। মুমিনুল হকের নেতৃত্ত্বে একমাত্র টেস্টে জয় পায় টাইগাররা। এরপর তামিম ইকবালেত নেতৃত্ত্বেওয়ানডে সিরিজ জিতে ৩-০ ব্যবধানে।

তবে, দেশে ফিরলেও অবশ্য কোনো ক্রিকেটার বা স্টাফরা বাড়ি যেতে পারছেন না। বিমান বন্দর থেকে সোজা ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাচ্ছে টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দল এখানেই অবস্থান করবে। বিকেলে ঢাকায় এসে অস্ট্রেলিয়া দলও উঠবে একই হোটেলে।

জিম্বাবুয়ের মাঠে টেস্টে ২২০ রানের জয় লাভ করে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জা দেয় টাইগাররা। সবশেষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় ২-১ ব্যবধানে। এবার টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৩ আগস্ট থেকে অজিদের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর