সিলেট বিভাগে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা কিনা একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

বুধবার (২৮ জুলাই) বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, সিলেট জেলার নয়জন, সুনামগঞ্জের একজন ও মৌলভীবাজারের দুইজন রয়েছেন।

অন্যদিকে নতুন শনাক্ত ৭৩৬ জনের মধ্যে সিলেটে ৩৪১ জন, সুনামগঞ্জে ১১৬, হবিগঞ্জে ৫৪ এবং মৌলভীবাজারে ২২৫ জন রয়েছেন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৬৫৪ জন। করোনায় মোট মারা গেছেন ৬৫৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর