টানা বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী উপচে তলিয়ে গেছে ফসলি জমি, চাষের মাছ, সড়ক জনপদ। এতে চরম দুর্ভোগে এলাকার মানুষ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীর গাঁও ইউনিয়ন। যেদিকে চোখ যায় পানি আর পানি। ডুবে আছে ফসল, পুকুর, পথঘাট। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান।

সিলেট গোয়াইনঘাট উপজেলা সড়ক। গত বৃহস্পতিবার রাত থেকে এই সড়কটি পানি বন্দী থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে কয়েকগুণ। চলাচলে কেউ কেউ নৌকা ব্যবহার করলেও বেশিরভাগকেই হেঁটেই চলাচল করতে হচ্ছে।

পানি আক্রান্ত এলাকায় এখনো পৌঁছায়নি কোনো সহায়তা। গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বলেন, ইউএনও-র সাথে কথা হয়েছে, যদি পানির অবস্থা আরো খারাপ হয়, তাহলে অসহায় মানুষের পাশে আমরা থাকবো। গোয়াইনঘাট উপজেলা সড়কটি নিচু, এই সড়কটি যদি চার-পাঁচ হাত উঁচু হয় অন্তত এ এলাকার মানুষ চলাচলটা করতে পারবে।

সুরমা, কুশিয়ারা, সারি-গোয়াইন, লোভাছড়াসহ সবগুলো নদীর পানি বিপদসীমার ওপরে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর