রাতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৯ নেতাকর্মী আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) গভীর রাতে চান্দগাঁও থানার আদুরপাড়ার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ দাবি করছে, ‘গোপন বৈঠক’ চলাকালে তাদের আটক করা হয়েছে এবং তারা সবাই ‘নাশকতা’র পরিকল্পনা নিয়ে ওই বাসায় একত্র হয়েছিলেন।

আটককৃত নেতাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা উত্তর ইউনিটের ‘আমির’ হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন এবং সহকারী বায়তুল মাল সম্পাদক মো. এসকান্দার।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সোমবার দিবাগত রাতে থানার অদুরপাড়া এলাকার একটি বাসায় জামায়াতের গোপন বৈঠকের সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১৯ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর