কুমিল্লা বিভাগ নিয়ে গুজব: সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সময়ের ভাইরাল পোষ্ট “কুমিল্লা বিভাগ”। দেশ ও প্রবাসে থাকা কুমিল্লার সাধারণ জনগণ এ বিষয়ে অভিন্দন ও সুখবরসহ নানা রকমের পোষ্ট করতেছেন তাদের ফেসবুক ওয়ালে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবার এ রকম পোষ্ট করতেছেন “আলহাদুলিল্লাহ দেশের নবম বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে কুমিল্লা বিভাগ”

“অভিনন্দন!
কুমিল্লাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো।
চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও বি-বাড়িয়া জেলা (মোট ৬টি) নিয়ে এই নতুন বিভাগ।
দক্ষিন-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মোট
১২,৮৪৮.৫৩ কিমি (৪,৯৬০.৮৫ মাইল) অনুযায়ী ১,৬৭,০৮,০০০ জনসংখ্যা নিয়ে গঠিত বর্তমান কুমিল্লা বিভাগ।”

তবে এ বিষয়ে সরকারের পক্ষে থেকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

সোমবার (২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় অনুষ্ঠিত হয়।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় দেশে তিনটি নতুন উপজেলা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তিনটিই প্রত্যন্ত এলাকা। বিশেষ কনসিডারেশনে এগুলোকে উপজেলায় উন্নীত করা হয়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর