টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩১টি মামলায় ১১ হাজার ৮’শত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০টি মামলায় ৬ হাজার ৮ ‘শত টাকা জরিমানা আদায় করেন বাসাইল উপজেলার সরকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেন।

তিনি জানান, মহামারী করোনা থেকে আমাদের মুক্তি পেতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। যারা বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে। লকডাউন চলাকালীন সময় জরুরী প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাইরে বের না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

এদিকে সখীপুর উপজেলার প্রতিমাবংকী ও বৌ বাজার এলাকায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর