রাজনীতির নিয়ন্ত্রক এখন শক্তিশালীরা: ফখরুল

সারা বিশ্বেই রাজনীতির একটা নষ্ট সময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির নিয়ন্ত্রক এখন শক্তিশালীরা বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার(২৬ জুলাই) দলের নেতা আবদুল আউয়াল খানের প্রথম মত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, সারা বিশ্বেই রাজনীতির একটা নষ্ট সময় যাচ্ছে। তাই রাজনীতির নিয়ন্ত্রক এখন শক্তিশালীরা। বিএনপিকে বার বার ভেঙ্গে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগনের সমর্থনই শত ষড়যন্ত্র চক্রান্তের পরও বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। হতাশা ব্যর্থতা নিয়ে এগিয়ে যাওয়া যায় না। পরিবর্তন নিজেদেরই করতে হবে, কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। তাই আশা নিয়েই এগিয়ে যেতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা দরকার সবই করছে। দুর্নীতির লক্ষ্যে করোনা মহামারির মধ্যে দেশের স্বাস্থ্যখাতকে ভেঙ্গে দিয়েছে। অপরিকল্পিত লকডাউন দিয়ে জনগনের ভোগান্তি বাড়িয়েছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী কিভাবে এখনো দায়িত্বে বহাল থাকে তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর