করোনার টিকা নিলেন রুহুল কবির রিজভী

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুক্তরাষ্ট্রের মডার্নার করোনা টিকা নিয়েছেন তিনি।

সোমবার (২৬ জুলাই) দুপুরে পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) গিয়ে তিনি করোনার টিকা নেন।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রিজভী। এরপর ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ একমাস পর করোনামুক্ত হন রিজভী। দুইমাস হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর