গাংনীতে বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা ছিনতাই

মেহেরপুরে এক বিধবা মা ও তার প্রতিবন্ধী ছেলের উত্তোলনকৃত ভাতার টাকা ছিনতাই হয়েছে। ছিনতায়ের এই জঘন্যতম ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার কাষ্টদহ-মহেষপুর নামের একটি সড়কে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ জুলাই) দুপুরের দিকে।

ছিনতাইয়ের কবলে পড়া ওই বিধবা নারী হলেন-গাংনী উপজেলার মহেষপুর গ্রামের মৃত রসুল হোসেনের স্ত্রী সানায়োরা খাতুন ও তার প্রতিবন্ধী ছেলে সেরেগুল হোসেন।

বিধবা সানায়োরা খাতুন ‘বার্তা বাজার কে’ জানায়, আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জোড়পুকুরিয়া বাজার থেকে বিধবা ও প্রতিবন্ধী দু’জনের মোট ৯ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলাম। কাষ্টদহ- মহেষপুর রাস্তার মধ্যে পৌঁছালে, একজন পুরুষ মানুষ আমাদের ঠেকিয়ে কাছে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি ও আমার ছেলে প্রতিবাদ করতে গেলে আমাদের মারধর করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ ছিনতাইকারীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর