শেরপুরের রিপন হলেন দেশ সেরা বিতার্কিক

তারিকুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি: কলেজ পর্যায়ে দেশের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন শেরপুরের মেধাবী শিক্ষার্থী এমদাদুল হক রিপন। বিতর্কে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় ২৬ জুন বুধবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে স্বর্ণপদক, সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

এর আগে রিপন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়সহ জাতীয় পর্যায়ে আয়োজিত বিতর্কের (কলেজ) সবগুলোতে প্রথম স্থান অধিকার করেন। জানা যায়, এমদাদুল হক রিপন শেরপুর শহরের খরমপুর এলাকার আলী আজম ও ফেরদৌসী বেগম দম্পতির ছেলে। তিনি ২০১৪ সালে সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে এসএসসি ও ২০১৬ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে রিপন শেরপুর সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। শেরপুরের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গণেও রয়েছে তার খ্যাতি। কলেজ পর্যায়ে দেশসেরা বিতার্কিক নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় এমদাদুল হক রিপন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জেতা তার স্বপ্ন ছিল। নিজের সদিচ্ছা ও অধ্যাবসায়ের পাশাপাশি বির্তক অনুরাগীদের সহযোগিতায় তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য তিনি শেরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ওই ধারা বজায় রাখতে চান।

এদিকে রিপনের ওই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের মেন্টর শিবশঙ্কর কারুয়া শিবুসহ শেরপুরের বিভিন্ন মহল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর