নাটোরে করোনা উপেক্ষা করে চিকনাই নদীতে দর্শনার্থীদের ভিড়

করোনা সংক্রমণ উপেক্ষা করে নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের চলনবিল অধ্যুসিত এলাকার সাতইল বিলের চিকনাই নদীর দুই ধারে ঈদের আনন্দে মেতে ওঠেছে হাজার হাজার মানুষ।

রবিবার (২৫ জুলাই) ঈদুল আজহার পঞ্চম দিনেও এখানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কারো মাঝেই ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। পরে বড়াইগ্রাম থানার এসআই রবিউল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে মুহুর্তেই ফাঁকা হয়ে যায় এলাকা।

সরেজমিনে দেখা যায়, রবিবার বিকেলে উপজেলার চান্দাই ইউনিয়নের চলনবিল অধ্যুসিত এলাকার সাতইল বিলের চিকনাই নদীর দুই ধারে হাজার হাজার মানুষ পরিবার নিয়ে ঘুরতে আসে। মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয় মিলন মেলার। এ সময় বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো প্রবণতা ছিল না।

রাজাপুর থেকে আসা মাসুদ সরকার-রোকসানা দম্পতি বলেন, ‘ঈদের পর কোথাও ঘুড়তে বের হইনাই, তাই আজকে বাচ্চাদের নিয়ে নদীর ধারে একটু ঘুরতে বের হলাম।’

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, জনসমাগম রোধে ঈদের পর বেশ কয়েকদিন অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ঈদ উপলক্ষে দর্শনার্থীর উপস্থিতি ছিল একটু বেশি। জনসমাগম রোধে মাঠে সর্বদা কাজ করছে পুলিশ। লকডাউন বাস্তবায়নে বড়াইগ্রাম থানার পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

সাকলাইন শুভ/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর