বালিয়াকান্দিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। রবিবার (২৫ জুলাই) বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন, নারুয়া ইউনিয়নের নারুয়া বাজার, নারুয়া ঘাট, সোনাকান্দর ঘাট, বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন স্থানে লকডাউন কার্যকরে ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

এ সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় বারুগ্রাম আবাসনের ‘ক্যাফে বহরপুর’কে স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ২০ হাজার টাকা, বহরপুর বাজারের একটি কাপড়ের দোকানদারকে ১ হাজার টাকা, নারুয়া বাজারে ফ্রিজ টিভির দোকানদারকে ২ হাজার টাকা, বালিয়াকান্দি বাজারের একটি হোটেলকে কাস্টমার বসিয়ে খাওয়ানোর জন্য ২ হাজার টাকা অর্থদণ্ডসহ ৫ টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর