ধোবাউড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৯

ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। রোববার (২৫ জুলাই) সকালে উপজেলার গামারিতলা ইউনিয়নের সাতারিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতারিয়াপাড়া এলাকার এখলাছ উদ্দিনের সাথে একই গ্রামের মুনসুর আলীর ছেলেদের জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে মুনসুর আলীর ছেলেরা জমিতে ধান রোপন করতে গেলে এখলাস উদ্দিনের লোকজনও জমিতে উপস্থিত হয়।এসময় উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকা জনক থাকায় তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। কোনো পক্ষ আমাকে জানায়নি।

এ ঘটনায় ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)জালাল উদ্দিন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই ঘটনার পরপরই ৬জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনিসুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর