করোনাকালে রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের নতুন রেকর্ড

মহামারী করোনাকালে উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই রাজধানীতে একদিনে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। একদিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এই জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ১০৫ জন রোগী। চলতি বছরে এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

নতুন আক্রান্ত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জন।

রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো তথ্য মতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীই বর্তমানে হাসপাতালে ছেড়ে গেছেন। তবে এখনও ৪৬০ জনকে রাজধানীতে এবং বাকিদেরকে রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর