মতিঝিলের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২টি এসি বাস

রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে গ্যারেজে রাখা দুটি এসি বাস পুড়ে গেছে।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এদিন বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমিতা হলের পেছনের ওই গ্যারেজে রাখা সিল্কলাইনের দুটি বাসের মধ্যে হঠাৎ একটিতে আগুন লেগে যায়। পরে অপর বাসেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সিল্কলাইন পরিবহনের দুটি এসি বাস পুড়ে গেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর