ঢাকায় পৌঁছালো অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা  

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে।

শনিবার (২৪ জুলাই) বিকাল ৩ টা ২০ মিনিটে টিকা বহনকারী ক্যাথে পেসেফিক এয়ারলাইন্সের (সিএক্স-০৪৯) ফ্লাইটের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্তকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ করোনা টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর