বগুড়ায় একদিনে রেকর্ড ২৬ জনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এটি জেলায় একদিনে রেকর্ড মৃত্যু।

শনিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৪৫টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, জেলার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৫৫১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৬ জন। জেলায় বর্তমানে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯০৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর