খিলগাঁওয়ে ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকাল ১১টা ১৬ মিনিটে খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

খিলগাঁও থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে।

এরপর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তালতলা কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফকির আলমগীর। করোনায় আক্রান্ত হলে গত ১৫ জুলাই হাসপাতালটিতে ভর্তি করা হয় তাকে।

ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর