২৪ দিনে রাজশাহী মেডিকেলে করোনায় ৪১২ জনের প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে রামেক হাসপাতালে ৪১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে ছয়জন রাজশাহীর, দুইজন পাবনার, একজন নাটোরের, একজন নওগাঁর ও একজন কুষ্টিয়ার।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৫৭ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর