আফগান শরণার্থীদের জন্য ১০ কোটি ডলার অনুমোদন বাইডেনের

আফগান শরণার্থীদের পুনর্বাসনের জন্য ১০ কোটি মার্কিন ডলারের জরুরি তহবিলের অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শরণার্থীদের অপ্রত্যাশিত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনের বিষয়টি মাথায় রেখেই এই অনুমোদন দেয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের জন্য কাজ করা আফগানবাসী যারা বিশেষ ইমিগ্রেশন ভিসার আবেদন করেছেন তারা এই তহবিলের সুবিধা ভোগ করবেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্য কাজ করা আফগানদের সরিয়ে নেয়ারও প্রস্তুতি নিচ্ছে দেশটি।

অধিকাংশ অঞ্চলই দখলে নেয়া হয়েছে তালেবানদের এমন দাবির প্রেক্ষিতে আফগানিস্তানে নিয়োজিত কর্মীদের সুরক্ষার কথা ভেবে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে মার্কিন প্রশাসন।

জুলাই মাস শেষ হওয়ার আগেই প্রথম ধাপে কিছু আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নেয়া হবে। সেখান থেকে তাদের ভিসার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর