যেভাবে আফগানিস্তানে শান্তি ফিরবে ,জানাল তালেবান নেতা

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে তালেবান যোদ্ধারা। এদিকে আফগান রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত আফগান নিরাপত্তা বাহিনী। এ সুযোগে কোনা বাধা ছাড়াই দেশের অন্যান্য অঞ্চল গুলো সহজেই দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা।

কিন্তু এই সংঘাতের শেষ কোথায়। যদিও আফগান সরকার চাচ্ছে তালেবান তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করুক। কিন্তু তাতে রাজি হচ্ছে না তালেবান। এবার আফগানিস্তানে কীভাবে যুদ্ধ বন্ধ হবে- তা নিয়ে মুখ খুললো তালেবান।

এক সাক্ষাৎকারে তালেবানের অন্যতম মুখপাত্র সুহেল শাহীন বলেছেন, তালেবান কেবল তখনই অস্ত্র ত্যাগ করবে যখন কাবুলে একটি নতুন সরকার গঠিত হবে। তবে সেই সরকারকে অবশ্যই তালেবানের কাছে এবং আফগানিস্তানের সকল নাগরিকের কাছে গ্রহণযোগ্য হবে। অন্যথায় আফগানিস্তানে শান্তি ফিরবে না।
সূত্র : এপি।

বার্তা বাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর