লকডাউনে বিয়ের আয়োজন করে গুণতে হলো জরিমানা

লালমনিরহাটের আদিতমারীতে চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে বিয়ের আয়োজন করায় একটি পরিবারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় আলম নামের এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী পরিবারটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন তিনি। এসময় আদিতমারী থানা পুলিশের একটি দল তার সাথে ছিলেন।

ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, কঠোর লকডাউন বিধিনিষেধ উপেক্ষা করে সামাজিক অনুষ্ঠান করায় মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর