ভালুকায় বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে সরকারের নির্দেশিত লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ময়মসিংহের ভালুকা উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় চলাচলরত যানবাহন, পথচারী ও দোকান খোলার অপরাধে ১১ জনের কাছ থেকে ৯ হাজার ১০০ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেনা বাহিনী মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ‘বার্তা বাজার’কে জানান, করোনা রোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নির্দেশ অমান্যকারীদের কোন ধরনের ছাড় দেয়া হবে না।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর