মাদক বহন করে বরখাস্ত হলেন পুলিশের এসআই

মাদক পরিবহন ও মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জের এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুমিন সিরাজী শহরের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ছুটিতে ময়মনসিংহ গিয়েছিলেন মুমুন সিরাজী। সেখানে তার মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী গণমাধ্যমকে জানান, এসআই মুমিন সিরাজী ছুটি নিয়ে ময়মনসিংহে অবস্থান করছিলেন। সেখানে কয়েকদিন আগে ফেনসিডিল ও গাঁজাসহ আটক হয়েছিলেন। তাই মাদক পরিবহনের অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে কঠোর অবস্থানে আছে পুলিশ। তাদের সন্দেহভাজন সদস্যদের ডোপ টেস্ট করার পাশাপাশি কেউ যদি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার প্রমাণিত হয় তাহলে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থাও।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর