বিএনপির সঙ্গ ছাড়ার পর কারামুক্ত জমিয়তের ৩ নেতা

অবশেষে জামিনে মুক্ত হয়েছে সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিন শীর্ষ নেতা।

রোববার (১৮ জুলাই) তারা জামিনে মুক্ত হয়েছেন বলে জানিয়েছে দলের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী,

মুক্ত হওয়া নেতারা হলেন, জমিয়ত-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ উল্লাহ জামি, ছাত্র জমিয়ত-এর নেতা আবদুল্লাহ আল মামুন জামিনে মুক্তি পান।

এর আগে গত ২ মে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় হেফাজত ও জমিয়তের কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ সাদীকে। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই বিএনপির নেতৃত্বে থাকা ২০ দলীয় জোট ত্যাগ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর